পটিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:১৭ এএম, ০৩ জুলাই ২০১৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে পটিয়ার কমল মুন্সিরহাট জল্লুর দীঘি পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার শীলঘাটা গ্রামের মৃত রঞ্জন লাল বড়ুয়ার ছেলে সংঘদাশ বড়ুয়া (৭০) ও একই গ্রামের অমল বড়ুয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক উত্তম বড়ুয়া।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৭৫৩) ও সাতকানিয়া থেকে আসা পটিয়ামুখী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন।

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবু আজাদ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।