প্রেমের টানে বাংলাদেশে আসা কিশোরীকে ভারতে ফেরত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০১ জুলাই ২০১৯

ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আসা মাম্পি দত্ত (১৬) নামে এক ভারতীয় কিশোরীকে দীর্ঘ এক বছর পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্বদেশ প্রত্যাবাসন আইনে সোমবার দুপুরে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। এসময় দুদেশের পুলিশ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক বছর আগে বাংলাদেশে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল ওই কিশোরী। সে কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে।

Benapole-Indian-Nari-Retran-02.jpg

বেসরকারি সংস্থা (এনজিও) জাস্টিস অ্যান্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন জানান, ওই কিশোরী ভালবাসার সম্পর্ক ধরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট সেফ হোমে রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তাকে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ ভারতীয় কিশোরীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জামাল হোসেন/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।