ক্রমানুসারে চ্যানেল প্রদর্শন না করায় দুই ক্যাবল অপারেটরকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০১ জুলাই ২০১৯
প্রতীকী ছবি

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে ক্রমানুসারে বাংলাদেশি টেলিভিশনের চ্যানেল প্রদর্শন না করায় চট্টগ্রামের দুই ক্যাবল অপারেটরকে লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ টেলিভিশন যৌথভাবে এ অভিযানে পরিচালনা করে।

জরিমানা করা দুই ক্যাবল অপারেটর হলো- চট্টগ্রাম মেট্রোপলিটন ক্যাবল লিমিটেড (সিএমসিএল) ও নিউ স্টার ক্যাবল লিমিটেড (এনএসসিএল)।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। তাকে সহায়তা করেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা মো. রহিম উল্লাহ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জাগো নিউজকে বলেন, ক্রমানুসারে টিভি চ্যানেল প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয়ের ডেটলাইন শেষ হয়েছে গতকাল ৩০ জুন (রোববার)। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরেও নির্দেশ অমান্য করায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ক্যাবল অপারেটর চট্টগ্রাম মেট্রোপলিটন ক্যাবল লিমিটেড ও বন্দরটিলার নিউ স্টার ক্যাবল লিমিটেডকে জরিমানা করা হয়েছে।

tv

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে আজ সোমবার (১ জুলাই) থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে সকল প্রকার বিজ্ঞাপন প্রচার বন্ধ রয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ বিষয়ে বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন দেখালে বিশেষ করে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখালে আজ (সোমবার) থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এ জন্য আজ থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে। ভ্রাম্যমাণ আদালত ছাড়াও অন্যান্য ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে ক্যবল অপারেটরের লাইসেন্সও বাতিল হলে পারে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।