মেহেরপুরে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ


প্রকাশিত: ০৬:০১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সড়ক থেকে ট্রাক ভর্তি ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এগুলো উদ্ধার করা হয়।  

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জাগো নিউজকে জানান, মুজিবনগর সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৬-৮৮৯০) ভারতীয় শাড়ি ভর্তি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি মেহেরপুর শহর পার হওয়ার সময় সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) আনছার আলীর সন্দেহ হয়।

এ সময় তিনি মোটরসাইকেলযোগে ট্রাকটি ধাওয়া করলে ট্রাক চালক দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে মেহেরপুর-চুয়াডাঙা সড়কের আমঝুপি গ্রামের একটি গলির সড়কে ট্রাকটি ফেলে চালক, হেলপার ও কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে ট্রাকটি আটক করে পুলিশ। ট্রাক ও ট্রাকে থাকা ভারতীয় শাড়িগুলো জব্দ করে সদর থানায় নেয়া হয়।

এ ব্যাপারে পলাতকদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসপি।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।