সাগরে এখনও ভাসছে গার্মেন্ট পণ্যবাহী ৪৩ কনটেইনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ৩০ জুন ২০১৯

বঙ্গোপসাগরে ঝড়ো আবহাওয়ায় দুর্ঘটনাকবলিত জাহাজ কেএসএল গ্ল্যাডিয়েটর এখনও হাতিয়া চ্যানেলেই আটকা পড়ে আছে। সঙ্গে মাঝ সাগরে ভাসছে পণ্যবাহী ৪৩ কনটেইনার।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত জাহাজ কেএসএল গ্ল্যাডিয়েটর করিম শিপিং লাইনসের। ঝড়ো আবহাওয়ায় কাত হয়ে যাওয়া জাহাজটি সেখানে অবস্থান করছে। ইতোমধ্যে দুর্ঘটনা স্থলে করিম শিপিং লাইনসের আরেকটি জাহাজ পাঠানো হয়েছে।

আরও পড়ুন>> বঙ্গোপসাগরে দুর্ঘটনা, হাতিয়া চ্যানেলে ভাসছে ৪৩ কনটেইনার

ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বাঁধন ছিঁড়ে ৪৩টি কনটেইনার সাগরে পড়ে যায়। কনটেইনারগুলো এখনও ভাসমান অবস্থায় আছে। কনটেইনারগুলো যাতে ডুবে না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। পণ্যসহ কনটেইনারগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, জাহাজটিতে কনটেইনার ছিল মোট ৮৬টি। এর মধ্যে ৬৭টি কনটেইনার পানগাঁও সংলগ্ন সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের জেটিতে এবং বাকি ১৯টি পানগাঁওতে খালাসের কথা ছিল। জানা গেছে, কনটেইনারগুলোতে গার্মেন্ট পণ্য আছে।

আবু আজাদ/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।