মেয়েকে হত্যার দায়ে মা-বাবার যাবজ্জীবন
রংপুরের বদরগঞ্জে নিজ মেয়েকে হত্যা করে গোয়াল ঘরে মাটি চাপা দিয়ে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় মা-বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে রংপুরের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক হাসান তারেক অভিযুক্ত দুইজনের উপস্থিতিতে এই আদেশ দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জয়নাল আবেদীন অরেঞ্জ সরকার জানান, রংপুরের বদরগঞ্জের কালুদারিপাড়া এলকার আনছার আলী ও ছকিনা বেগম দম্পতির মেয়ে মোমেনা খাতুন (২৭) বেপরোয়াভাবে চলাফেরা করতেন। মা-বাবার কথা শুনতেন না। মা-বাবার অবাধ্য হওয়ায় এ নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশও হয়। ঘটনার দিন ২০০৮ সালের ৪ আগস্ট মোমেনাকে হত্যা করে মরদেহ গোয়াল ঘরে মাটির নিচে পুঁতে রাখে বাবা আনছার আলী ও মা ছকিনা বেগম।
এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। পরে চার্জশিট দেয়ার পর দীর্ঘ ১১ বছর মামলার বিচারকার্য শেষে রোববার স্পেশাল জজ আদালতের বিচারক আহসান তারেক মেয়ে হত্যার দায় প্রমাণ হওয়ায় ওই মা-বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফুল ইসলাম।
জিতু কবীর/এমএএস/এমএস