পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষকের কারাদণ্ড
রাজশাহীর বাগমারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে বিপুল কুমার প্রামাণিক (৪৫) নামে এক শিক্ষককে কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত বিপুল কুমার প্রামাণিক উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় বাগমারা থানা পুলিশ।
এর আগে দুপুরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক বিপুল কুমার প্রামাণিক। সোজা ওই ছাত্রী বাড়ি গিয়ে ঘটনাটি স্বজনদের জানালো এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে। ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভও করে এলাকাবাসী। পরে ওই শিক্ষককে অবরুদ্ধ করা হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিতে চাইলে বাধা দেয় এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষকের সাজা দিলে পরিস্থিতি শান্ত হয়।
ওই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করেন এলাকাবাসী। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিদ্যালয় কর্তপক্ষ। এতে বেপরোয়া হয়ে উঠেছিলেন ওই শিক্ষক।
বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ওই শিক্ষক ঘটনার দায় স্বীকার করেন। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ