১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটক জাকির কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জাকির বিক্রির উদ্দেশ্যে বাঁশখালী থেকে ইয়াবা নিয়ে আন্দরকিল্লায় এসেছিলেন।
আবু আজাদ/এএইচ/এমএস