টেকনাফে পাঁচ শতাধিক দেশি-বিদেশি চাকু জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ জুন ২০১৯

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি চাকু জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে টেকনাফের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক দেশি ও চাইনিজ চাকু জব্দ করা হয়। এসময় স্থানীয় দোকানদারদের এসব চাকু বিক্রি না করতে প্রাথমিকভাবে সতর্কও করা হয়েছে।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সম্প্রতি টেকনাফের উঠতি বয়সের তরুণরা এসব চাকু ক্রয় করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে পুলিশের কাছে তথ্য আসে। এর সূত্র ধরে টেকনাফ থানা পুলিশ অভিযানে নামে। শুক্রবার রাতে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ পিস চাকু জব্দ করা হয়। একই সঙ্গে এসব চাকু বিক্রি না করতে দোকানদারদের সতর্ক করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

সায়ীদ আলমগীর/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।