ঝিনাইদহে রিফাতের খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৯ জুন ২০১৯

বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফ নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।

বিজ্ঞাপন

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে সাংস্কৃতিক, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা রিফাত হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুল আলম লিটন, ঝংকার শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দ্দার, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, ঝিনাইদহ থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, কিন্ডারগার্ডেন সাংস্কৃতিক অ্যাকাডেমির সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সদর থানা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দিদার, অংকুর নাট্য অ্যাকাডেমির ইসাহাক আলী, দর্পনের সাধারণ সম্পাদক অমিয় মজুমদার অপু প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।