প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস : যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৯ জুন ২০১৯

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া থেকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য শিমুল সীমান্ত সেতুকে (২২) আটক করেছে র‌্যাব।

শুক্রবার মধ্যরাতে র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শিমুল সীমান্ত সেতু ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

র‌্যাব-সূত্রে জানা যায়, বগুড়া টিএমএসএস পলীটেকনিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শিমুল সীমান্ত দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুক ও ম্যাসেঞ্জারের মাধ্যমে দেয়ার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাসের নেতৃতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি মোবাইলে প্রমাণসহ তাকে গ্রেফতার করে।

জাহিদ খন্দকার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।