নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৮ জুন ২০১৯
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়ায় বজ্রপাতে মাছের ঘেরে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়া পৌরসভার ভক্তডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছোট কালিয়া গ্রামের ফুলনাথ বর্মণের ছেলে নয়ন বর্মণ (২৩) ও খুলনার পাইকগাছা উপজেলার শ্রীপুর গ্রামের ফারুক সর্দার (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভক্তডাঙ্গা বিলে প্রদীপ বর্মণের মাছের ঘেরে ছয়জন কৃষক কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টি হলে ঘেরের পাড়ে থাকা খুপড়ি ঘরে অন্যরা ফিরে গেলেও ওই দুই কৃষক বাইরে ছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে থাকে। হঠাৎ ওই খুপড়ি ঘরের সামনে বজ্রপাত হলে সেখানে থাকা সবাই আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত ফারুক সর্দার ও নয়ন বর্মণকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রাপতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।