উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত
কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ নুর (২৫) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধে দুজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি।
নিহত মোহাম্মদ নুর উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল কবিরের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি জানান, সীমান্ত দিয়ে ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি টহল দল রহমতের বিল এলাকায় গেলে ইয়াবা কারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মারা যান ইয়াবা কারবারী মোহাম্মদ নুর। ঘটনাস্থল হতে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে উখিয়া থানায় নেয়ার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/আরএআর/এমকেএইচ