সড়ক ছেড়ে মন্দিরে ঢুকে পড়লো ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:১২ এএম, ২৮ জুন ২০১৯

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি-কালুখালী সড়কের নবাবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চিনি ও চিড়াভর্তি একটি ট্রাক সড়কের পাশের মন্দিরে উঠে গেছে। এতে ওই মন্দিরের ঘর ও প্রতীমা ভেঙে গেছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বালিয়াকান্দি-কালুখালী সড়কের নবাবপুর দুবলাবাড়ীয় এলাকায় (সিলেট-ট-১১-০৪৪৬) একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে ঢুকে পড়ে। এ সময় মন্দিরের ঘর ও প্রতীমা ভেঙে যায়। এতে ট্রাকটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে গেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আকরাম জোয়ার্দ্দার জানান, বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনকে অবহিত করেছেন।

বালিয়াকান্দি থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরে চালক ও তার সহকারী পালিয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।