দিনেদুপুরে থানার পাশের জুয়েলার্সে চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ জুন ২০১৯

যশোরে দিনেদুপুরে থানার পাশের একটি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা। বৃহস্পতিবার বিকেলের দিকে যশোর কোতোয়ালি থানার প্রাচীরের ১০ গজ দূরে প্রিয়াঙ্গন জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

প্রিয়াঙ্গন জুয়েলার্সের মালিক অমিত কুমার রায় জানান, বিকেল ৩টার দিকে দোকানের শার্টারে তালা মেরে তিনি বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য যান। বিকেল ৪টার দিকে তিনি খবর পান তার দোকানের শার্টারের তালা ভেঙে চুরি হয়েছে। এরপর তিনি দোকানে এসে লুটপাটের বিষয়টি জানতে পারেন।

Jessore-gold-Theft

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, চুরির খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গেছে। চুরির কিছু আলামত জব্দ এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় নেয়া হবে।

মিলন রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।