চমেকে ভুয়া এনএসআই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৪ জুন ২০১৯

চট্টগ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর নাম ব্যবহার করা এক ভুয়া সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম আব্দুল মান্নান (২২)। তিনি ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকার রবিউল আলম ছেলে। আব্দুল মান্নান নিজেকে এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালি ও হাসপাতালে প্রভাব খাঁটিয়ে আসছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে পুলিশ সদস্য ইমরানের সঙ্গে কথা কাটাকাটির হয় আব্দুল মান্নানের। এক পর্যায়ে আব্দুল মান্নান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দেয়। পুলিশ চ্যালেঞ্জ করে তাকে আটক করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে ভুয়া এনএসআই শনাক্ত করেন চট্টগ্রামে এনএসআই মেট্রো শাখার প্রধান উপ-পরিচালক মোহাম্মদ আলী। পরে তাকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।

আবু আজাদ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।