চুরির অপবাদ সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের কালিকাপুর এলাকায় মোবাইল ফোন চুরির অপবাদ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে কুলসুম (১৩) এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

কুলসুম ওই এলাকার আজহার আলী রাঢ়ীর মেয়ে ও  বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, আজহার আলীর প্রতিবেশী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. মতিন রাঢ়ীর ঘর থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। মতিন রাঢ়ী ও তার পরিবারের লোকজন মোবাইল ফোন চুরির জন্য কুলসুমকে দোষারোপ করে গালমন্দ করে। চুরির অপবাদ সহ্য করতে না পেরে মঙ্গলবার দিবাগত রাতে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জাগো নিউজকে জানান, প্রতিবেশী মোবাইল ফোন চুরির অপবাদ দেয়ায় মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ রকম কোনো ঘটনা ঘটলে আত্মহত্যা প্ররোচনাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।