মেঘনায় নৌকাডুবে একজনের মৃত্যু


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ধান বোঝাই নৌকাডুবে সাইদুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার সোহাগপুরে নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। এদের মধ্যে কাওসার নামে এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে কিশোরগঞ্জের ইটনা থেকে ৭/৮ জন যাত্রীসহ একটি ধান বোঝাই নৌকা আশুগঞ্জ বাজারে আসার পথে মেঘনা নদীর সোহাগপুর নামক স্থানে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। তবে সাইদুর নৌকাতে ঘুমিয়ে থাকায় তিনি পানিতে ডুবে মারা যান।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।