ট্রেনের ৬ বগি খালে, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৪ জুন ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুর্ঘটনার কবলে পড়া ঢাকাগামী উপবন এক্সপ্রেসের যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

রোববার রাত সোয়া ২টায় ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হেলাল আহমেদ।

তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরই কুলাউড়া থেকে দুটি ইউনিট, মৌলভীবাজার থেকে তিনটি ইউনিট, বড়লেখা থেকে একটি ও ফেঞ্চুগঞ্জ থেকে দুটি ইউনিটসহ মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সঠিকভাবে জানানো সম্ভব হচ্ছে না। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানানো হবে। তবে আহত দুই শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিপন দে/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।