ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি
ঝিনাইদহ শহরের মথুরাপুরে মাদক ব্যাবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুরে এ ঘটনা ঘটে।
পরে তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। আটক শহিদুল ইসলাম জেলা সদরের বৈডাঙ্গা এলাকার আব্দুর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শহরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে জেলা সদরের মথুরাপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সাড়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস