অটোরিকশার চালকের কাছে মিলল ১৭শ বোতল মদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৩ জুন ২০১৯

রাজশাহী নগরীতে ১ হাজার ৭০০ বোতল দেশি মদসহ নাজমুল ইসলাম সুমন (৪২) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন বাজে সিলিন্দা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। নাজমুল ইসলাম সুমন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিনকোলা গ্রামের কুদরত আলীর ছেলে।

এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বাজে সিলিন্দায় অভিযান চালায়। ওই অভিযানে আটক করা হয় সন্দেহভাজন অটোরিকশা চালককে। পরে তার কাছ থেকে ১ হাজার ৭০০ বোতল দেশি মদ ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। জব্দ করা হয় অটোরিকশাটিও। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।