জামিন চাইতে গিয়ে কারাগারে আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৩ জুন ২০১৯

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সকালে পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলায় তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন শামীম।

আদালতের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৫ মে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে চাঁদাবাজি নিয়ে পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরীর সমর্থক ও তার সহোদর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাহাব উদ্দিন নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন।

সংঘর্ষে ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ আহত হন দুই পক্ষের প্রায় শতাধিক মানুষ। পরে পুলিশ বাদী হয়ে দুটি এবং নিহত ভ্যানচালকের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশের এসল্ট এবং বিস্ফোরক আইনের দুটি মামলায়ই শামীম আহমেদ চৌধুরীকে আসামি করা হয়। পরে তিনি গ্রেফতার এড়াতে হাইকোর্ট থেকে জামিন নেন। রোববার তিনি নিম্ন আদালত সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোসাইদ রাহাত/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।