পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার
দিনাজপুর শহরে ঢাকা থেকে পঞ্চগড়গামী বিরতীহীন আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার বেলা পৌনে ১১টায় দিনাজপুর শহরের পৌরসভা মোড়ে রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
পৌরসভা মোড় রেলক্রসিংয়ের গেটম্যান জাহাঙ্গীর আলম জানান, পৌনে ১১টায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল র্যালি অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলাচলকারী বিরতীহীন আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এলে আমি তাড়াতাড়ি রেলগেট নামিয়ে দিই। ততক্ষণে ১টি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ- ১৯-৩৪৯৩) গেটের ভেতরে ঢুকে গেলে পঞ্চগড় এক্সপ্রেস কারটিতে ধাক্কা দিয়ে প্রায় ২৫ ফিট দূরে নিয়ে যায়। দুর্ঘটনা ঘটার আগেই প্রাইভেট কারের চালক জাদব চন্দ্র রায় (৩০) গাড়ি থেকে নেমে পড়েন। এ কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দিনাজপুর স্টেশন মাস্টার মো. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যত্যয় ঘটেনি।
এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম