কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির হামলায় কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪১ এএম, ২৩ জুন ২০১৯

কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) রাত সাড়ে নয়টার দিকে খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বশর (৪৫) খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে একটি হাতির পাল লোকালয়ে হানা দেয়। কায়দংপাহাড়ে আসার পর হাতিগুলো গাছের কাঁঠাল খাচ্ছিল। কাঁঠাল রক্ষা করার জন্য হাতি তাড়ানোর চেষ্টা চালান আবুল বশর। এ সময় রাগান্বিত হয়ে একটি হাতি তাকে উল্টো ধাওয়া করে ধরে শুড় দিয়ে আছড়িয়ে মেরে ফেলে।

স্থানীয় কর্মজীবী এ এইচ সেলিম উল্লাহ জানান, আঁছাড় দিয়ে হাতির পাল চলে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন আবুল বশরকে।

রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়েছি। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।

সায়ীদ আলমগীর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।