ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার আসামি ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:৪২ এএম, ২৩ জুন ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি এনামুল হাসানকে (২৬) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে আরও দুজনকে আটক করা হয়।

শুক্রবার (২১ জুন) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শুক্রবার বিকেলে তাদের আটক করে।

আটকরা হলেন- ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শহরতলির টুকেরবাজার শেখপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে এনামুল হাসান (২৬), নগরীর সরষপুর এলাকার মৃত আলী হোসেনের ছেলে আনোয়ার আলী মালি (৪৮) ও জালালাবাদ থানার খুররুমখলা এলাকার মৃত শেখ শফিকুল ইসলামের ছেলে শেখ সুমন আহমদ (২৮)।

পুলিশ কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

ছামির মাহমুদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।