শ্রীমঙ্গলে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২২ জুন ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ও একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে চা শ্রমিক মকুল মৃধার বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

অজগরটি উদ্ধার প্রসঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, অজগরটি ক্ষুধার্ত থাকায় বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসে বসতঘরে ঢুকে পড়েছে। বনে খাবারের তীব্র সঙ্কট থাকায় প্রায়ই খাবারের সন্ধানে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে।

Snak2

তিনি আরও বলেন, আমরা এটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে খাবারের ব্যবস্থা করেছি। এটি পুরোপুরি সুস্থ করে তোলার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এদিকে একই দিন রাতে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার সুকুমার রায়ের বাড়ি থেকে একটি বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রিপন দে/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।