জমিতে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২২ জুন ২০১৯
ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লী বিদ্যুতের তার জমিতে ছিঁড়ে পড়ায় শুকরা মন্ডল শুকরু (৪০) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শুকরা মন্ডল উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ঘাটপাড়া গ্রামের তসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২২০ ভোল্টের একটি তার ছিঁড়ে পড়ে জমির পানি বিদ্যুতায়িত হয়। এসময় কৃষক শুকরা মন্ডল জমিতে কাজ করতে গেলে বিদুতায়িত হয়ে মারা যান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ছিঁড়ে পড়ার বিষয়টি আমরা জানতাম না। খবর পাওয়ার পর সমিতির এজিএমের নেতৃত্বে একটি তদন্ত দল সেখানে পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

এমদাদুল হক মিলন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।