শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করলেন শিক্ষক
মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করে দেয়ায় জাহাঙ্গীর আলম খান নামে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন।
ওই শিক্ষক পাশের কক্ষে দায়িত্ব পালন করার পরও ওই পরীক্ষার্থীর উত্তরপত্র গ্রহণ করেন। উত্তরপত্র হাতে পেয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম পূরণ করতে শুরু করেন। এ সময় অন্যান্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনের নজরে আনেন। এরপর ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আরাফাত হোসেন/আরএআর/পিআর