‘এতিমের টাকা চুরি করায় খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২০ জুন ২০১৯

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এতিমের টাকা চুরি করার জন্য খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত। বিচারিক আদালত তার পাঁচ বছরের সাজা দিয়েছিল। আপিল আদালত সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে। দেখেন, আইনের গতি কোথায় গিয়ে দাঁড়ায়।

বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়ারা জজ আদালত উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে আইনমন্ত্রী চরফ্যাশন বজ্রগোপাল টাউন হলে জেলা ও দায়ারা জজ আদালত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়ারা জজ ফেরদৌস আহমেদ।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।