সাভারে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২০ জুন ২০১৯

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে উপজেলার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

savar

এসময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাভার আমিনবাজার সার্কেলের এসিল্যান্ড মো. জুবায়ের রহমান রাশেদ।

savar

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নির্দেশে জনগণের চলাচলের সুবিধার জন্য মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। চলবে বিকেল পর্যন্ত। এসময়ের মধ্যে সরকারি জমিতে থাকা সকল ধরনের স্থাপনা অপসারণ করা হবে।

savar

এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আল-মামুন/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।