দর্শনা চেকপোস্টে স্বর্ণের ৪টি শিকলসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২০ জুন ২০১৯

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে ৪টি স্বর্ণের শিকলসহ সৈয়দ রুমান (৩০) ও মেসরিন (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটক সৈয়দ রুমান বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের নুরুল হকের ছেলে এবং মেসরিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজী শরাফত শরীফের ছেলে।

Chuadanga-Picture-1

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চেকপোস্টে অভিযান চালিয়ে সৈয়দ রুমান ও মেসরিনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ২২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের স্বর্ণের ৪টি শিকল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক ইমাম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং উদ্ধার করা স্বর্ণের শিকল চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

সালাউদ্দিন কাজল/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।