পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত রনি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৯ জুন ২০১৯

বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত আব্দুল্লাহ আল জোনায়েদ রনি ওরফে বি-ক্লাশ রনি (৩৫) মারা গেছেন। মঙ্গলবার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বি-ক্লাশ রনির মৃত্য হয়েছে। তবে ওইদিন দিবাগত মধ্যরাতে আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

ডিবির ওসি আছলাম আলী জানান, গত ১৪ জুন শুক্রবার ভোররাতে বগুড়ার তিনমাথা রেলগেটের কাছে আদর্শ কলেজের পাশে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হন শহরের হাকিরমোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে রনি। ওইদিন ‘গোলাগুলিতে’ ডিবি পুলিশের দুই কনস্টেবলও আহত হন। পুলিশ সেদিন ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো চাপাতি জব্দ করে।

তিনি জানান, আহত রনিকে সেদিন দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে রনির অবস্থার অবনতি হলে ১৫ জুন তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

ডিবির ওসি আছলাম আলী আরও জানান, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত রনির বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ আটটি মামলা ছিল। তিনি অপরাধ জগতে বি-ক্লাশ রনি হিসেবেই পরিচিত ছিলেন।

লিমন বাসার, বগুড়া/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।