শ্রীপুরে বজ্রপাত আতঙ্কে ৪০ শিক্ষার্থী আহত


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জেএম উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতে ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ত্রিশজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ১০ জন হলো, দশম শ্রেণির তাসলিমা (১৫), রাবিয়া খাতুন (১৫), নাসরিন (১৫), নবম শ্রেণির ঈশা (১৩), অষ্টম শ্রেণির নূসরাত (১৪), সপ্তম শ্রেণির তুষি (১৩), তানিয়া (১৩), তামান্না (১৩), ৬ষ্ঠ শ্রেণির রুপা আকতার (১২), এবং ইফাদ হোসেনকে (১৩) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতি চলছিল। কিছু শিক্ষার্থী বিদ্যালয় আঙিনায় ঘুরাফেরা করছিল। বজ্রপাতের পর শিক্ষার্থীরা একের পর এক জ্ঞান হারাতে থাকে। পরে তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিনা পারভীন জানান, তিনি ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন। তারা ভয় ও আতঙ্কে আহত হয়েছে। তবে শঙ্কামুক্ত।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।