এক সময়ের বিএনপি নেতা এখন মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৯ জুন ২০১৯

বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে এক হাজার ১০০ পিস ইয়াবাসহ বিএনপির সাবেক নেতা দুলাল শরীফকে (৩৬) আটক করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক দুলাল শরীফ পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী এলাকার মৃত ইউনুস শরীফের ছেলে। তিনি গৌরনদী পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক।

আটক দুলাল শরীফ পুলিশের জিজ্ঞাসবাদে জানান, তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ক্ষমতা বদল হলে তার বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা হয়। এ সময় তিনি ঢাকায় চলে যান। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স চালান। ঢাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া উপজেলার মাগুরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। রাত ১০টার দিকে গৌরনদীগামী মোটরসাইকেল আরোহী দুলাল শরীফসহ তিনজনকে থামানোর সংকেত দেয়া হয়। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে দুলাল শরীফের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের মধ্য থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করা হয়। ইয়াবা আটকের ঘটনায় এসআই জসিম উদ্দিন বাদী হয়ে দুলালসহ তিনজনকে আসামি করে বুধবার সকালে মামলা করেন।

ওসি আরও জানান, দুলাল শরীফ গৌরনদী, আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাইফ আমীন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।