ক্রিকেট খেলা নিয়ে পিটিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ জুন ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার দায়ে শ্যামল মোল্লা (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহ মোহাম্মদ জাকির হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শ্যামল মোল্লা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বারোআনী মধ্যপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ জনের সাক্ষ্যগ্রহণে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।

তিনি আরও জানান, ২০১১ সালের ২৬ মার্চ আড়াইহাজার উপজেলার বারোআনী মধ্যপাড়া এলাকার একটি মাঠে ক্রিকেট খেলার সময় মৃত সুরুজ মিয়ার ছেলে আনোয়ার হোসেনের বলে শ্যামল মোল্লা আউট হয়ে যায়। কিন্তু শ্যামল মোল্লা তা মানতে রাজি নয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে শ্যামল মোল্লা তার হাতে থাকে ব্যাট দিয়ে আনোয়ার হোসেনের মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০১১ সালের ২৮ মার্চ নিহত আনোয়ার হোসেনের স্ত্রী হাওয়া বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের দীর্ঘ ৮ বছর পর আদালত আজ রায় দিলেন।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।