নারী এমপির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীকে হয়রানির অভিযোগ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও তার স্বামী মোহাম্মদ আলীর বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে এ অভিযোগ করেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালী উল্যাহ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আয়েশা আলী ফেরদৌস প্রভাব খাঁটিয়ে এবং তার স্বামী মোহাম্মদ আলী তার ক্যাডার বাহিনী দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মারধর করে। এছাড়া মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীকে এলাকা ছাড়াও করা হয়।
তিনি আরো বলেন, বেশির ভাগ নেতাকর্মী তার ক্যাডার বাহিনী ও পুলিশি হয়রানির ভয়ে হাতিয়ার বাহিরে অবস্থান করছে। তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে বয়ারচরসহ বিভিন্ন চরে বসবাসরত ভূমিহীনদের কাছ থেকে চাঁদা নিয়ে জমি দখলসহ ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে। এছাড়া মেঘনা নদীতে মাছ ধরার প্রতিটি নৌকা থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে চাঁদা আদায় করে। হাতিয়ার সংখ্যালঘু পরিবারের ওপরও হামলা করছে মোহাম্মদ আলীর ক্যাডারা বলেও জানান তিনি।
তিনি আরো অভিযোগ করেন, আয়েশা ফেরদৌস ও তার ভাই মাহবুব মোর্শেদসহ উপজেলায় শিক্ষক নিয়োগ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়োগ বাণিজ্য করেছে। এছাড়া ১৫ আগস্ট জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে সংসদ সদস্য উপস্থিত না হয়ে উপজেলা শহীদ মিনারে জামায়াত-শিবিরের লোকজন নিয়ে কর্মসূচি পালন করেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, শরীফ উদ্দিন,নজরুল ইসলাম রাজু প্রমুখ।
মিজানুর রহমান/এআরএ/এমএএস/আরআইপি