ডাক্তারের চেম্বারে ম্যাজিস্ট্রেট দেখলেন সব ওষুধ মেয়াদোত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৭ জুন ২০১৯

বগুড়া শহরের চেলাপাড়ার মধুবন হল এলাকার চক্ষু চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের চেম্বারের ভেতর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।

একই সঙ্গে চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ওই চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবীব বলেন, বগুড়ার শহরতলীর চেলোপাড়া এলাকায় বিপুল চন্দ্র সরকার চোখের চিকিৎসা করান। তার কাছে গিয়ে সাধারণ রোগীরা মাঝেমধ্যে হয়রানির শিকার হন। এমনকি অনুমোদনহীন লাইসেন্স দিয়ে চলছে তার প্রতিষ্ঠান। এসব সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুলিশকে সঙ্গে নিয়ে চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের চেম্বারে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে কার্টনভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সেই সঙ্গে কিছু চোখের লেন্সও জব্দ করা হয়। এ ঘটনায় চিকিৎসক বিপুল চন্দ্র সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।

এ ব্যাপারে জানতে চক্ষু চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের মোবাইলে বারবার কল দেয়া হলেও রিসিভ করেননি তিনি।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।