ফেসবুকে ঢাবির ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের জেল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৭ জুন ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ফেসবুকে উত্ত্যক্ত করার অভিযোগে অনিক খান নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে অনিক খানকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার নিজ বাসা থেকে আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত অনিক খান ওই এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। অভিযোগকারী ছাত্রীর বাড়িও একই উপজেলায়।

ঢাবি ছাত্রীর অভিযোগ, অনিক তার ফেসবুক আইডিতে নিজের ছবির সঙ্গে তার (ছাত্রীর) ছবি যুক্ত করে পোস্ট দেয় এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। এমনকি বাজে বাজে কথা লিখে ম্যাসেঞ্জারে মেসেজও দেয়। ঘটনাটি তিনি তার অভিভাবকদের অবহিত করলে গতকাল রোববার রাতে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর ওইদিন রাতেই পুলিশ অনিককে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পেয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আনিছুজ্জামান।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান ফারুক/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।