শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৭ জুন ২০১৯

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবী-উল-কবীর জোমাদ্দার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার দুপুরে উচ্চ আদালতের বিচারপতি জেবিএম হাসানের ৯নং আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের শুনানি শেষে তিনি যেন নির্বাচনে অংশ নিতে পারেন সেই নির্দেশ দেন আদালত। এ সময় আওয়ামী লীগ প্রার্থী রেজবী-উল-কবীর জোমাদ্দারের প্রার্থিতা বাতিলের যে ঘোষণা নির্বাচন কমিশন দিয়েছিল তা বাতিল করেন আদালত।

এর আগে গত শনিবার রাতে সরকারি কাজে বাধা ও নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবী-উল-কবীর জোমাদ্দারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামীকাল ১৮ জুন মঙ্গলবার পঞ্চম ধাপে বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।