মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:০৮ এএম, ১৭ জুন ২০১৯

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৬ জুন) রাতে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভার পাশ দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের সমর্থকদের নির্বাচনী সভা চলছিল। এ সময় সভার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ও বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান খানের সমর্থকরা। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ কে এম নাসিরুল হক/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।