ক্ষোভ ঝাড়লেন ওসি মোয়াজ্জেমের ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৭ জুন ২০১৯
ফাইল ছবি

ফেনীর সোনাগাজী থানা পুলিশের সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে তার পরিবার।

যশোরের বাসিন্দা ওসি মোয়াজ্জেম হোসেনের ভাই আরিফুজ্জামান খন্দকার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ভাই নুসরাতের বক্তব্য ভিডিও করেছে। এটা ঠিক। কিন্তু তিনি তো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেননি। পিবিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সেটি প্রকাশ করেছে। আমার ভাইকে গ্রেফতার করা হলেও, সন্ধ্যায় দেখলাম সেই সাংবাদিক টিভিতে লাইভ দিচ্ছে।

রোববার সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন আরিফুজ্জামান।

তিনি বলেন, নুসরাত হত্যার মূল মামলা ও আসামিদের বাদ দিয়ে ওসিকে নিয়ে বেশি নড়াচড়া করা হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, ওসি মোয়াজ্জেমের বাবার নাম খন্দকার আনসার আলী। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার এক ভাই সৌদি আরবে ও আরেক ভাই আমেরিকা প্রবাসী। তাদের আদি বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে। বাবার চাকরি সুবাদে তারা দীর্ঘদিন ধরে যশোর শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।

১৯৯৭ সালে উপ-পরিদর্শক পদে পুলিশে যোগদান করেন মোয়াজ্জেম হোসেন। ২০১০ সালের দিকে পরিদর্শক পদে পদোন্নতি পান। প্রায় দেড় বছর সোনাগাজি থানায় ওসির দায়িত্ব পালন করেছেন তিনি।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।