এসআই নিয়োগপ্রার্থীর কাছ থেকে ঘুষ গ্রহণ, এসআই ক্লোজড
বাগেরহাটের চিতলমারীতে ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের এক এসআইকে (উপ-পরিদর্শক) দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
এসআই নিয়োগের লিখিত পরীক্ষার এডমিট কার্ড বিতরণের সময় এক প্রার্থীর কাছ থেকে পাঁচশ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে চিতলমারী থানার এসআই স্বপন সরকারকে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ জুন উপজেলার সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের এসআই নিয়োগ পরীক্ষার এক প্রার্থীর কাছ থেকে এডমিট বাবদ পাঁচশ টাকা ঘুষ নেন এসআই স্বপন সরকার। বিষয়টি জানা জানি হলে পরের দিন (১০ জুন) তাকে ক্লোজড করে বাগেরহাট জেলা পুলিশ লাইনে স্থানান্তর করা হয়।
চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, এক এসআই নিয়োগপ্রার্থীর কাছ থেকে পাঁচশ টাকা ঘুষ নেয়ায় এসআই স্বপন সরকারকে ক্লোজড করা হয়েছে।
শওকত আলী বাবু/এমবিআর/পিআর