ট্রাক উল্টে প্রাণ গেল চালক-হেলপারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৬ জুন ২০১৯

ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলার যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে যায়। এ সময় চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।