কুমিল্লায় অজ্ঞান করে এক পরিবারের সর্বস্ব লুট
কুমিল্লায় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে মহসিন নামের এক ব্যবসায়ীর পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে নগরীর কাপ্তানবাজার এলাকার সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে মহসিনের স্ত্রী রওশন আরার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থদের চেতনা ফিরেনি।
জানা যায়, নগরীর কাপ্তানবাজার এলাকার সর্দার বাড়ির ব্যবসায়ী মহসিনের ঘরে তার ভাই জসিমসহ উভয় পরিবারের সদস্যরা সোমবার রাতের খাবার খেয়ে পৃথক ঘরে ঘুমিয়ে পড়েন।
অসুস্থদের পরিবারের স্বজনরা জানান, তাদের রাতের খাবারের আগে যে কোন সময় কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখার কারণে খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়ে। এ সময় সংঘবদ্ধ দুর্বৃত্তের দল গভীর রাতে কলাপসিবল গেইটের তালা ভেঙে মহসিনের ঘরে প্রবেশ করে।
দুর্বৃত্তরা তার ঘরের স্টিলের আলমারি, শোকেসের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, ঘরের মূল্যবান মালামালসহ সর্বস্ব লুটে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা মহসিনের স্ত্রী রওশন আরার হাত-গলা-কানের স্বর্ণালংকারও খুলে নেয়। রাতভর লুটপাট চালিয়ে দুর্বৃত্তরা নির্বিঘ্নে পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে আশপাশের ঘরের লোকজন টের পেয়ে অচেতন অবস্থায় তাদেরক উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।
অসুস্থরা হলেন, মহসিন (৪৮), তার স্ত্রী রওশন আরা (৪০), ছেলে সায়মন (১৫), জিসান (১০), আরাফ (৪), জসিম (৪৫), তার মেয়ে শসি (১৩), ঐশি (১০), তাদের আত্মীয় আঞ্জুমান্নেছা (৪৫), কদরেরনেছা (৫৫)।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জাগো নিউজকে জানান, খাবারে চেতনানাশক ওষুধ প্রয়োগের কারণে দুই ভাইয়ের পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা মহসিনের ঘরের মালামাল নিয়ে যায়। তারা সুস্থ হলে ঘটনার বিষয়ে জানা যাবে। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কামাল উদ্দিন/এসএস/পিআর