কথা রাখলেন মেয়র আইভী, রাস্তায় দাঁড়িয়ে ভাত খেলেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৫ জুন ২০১৯

দীর্ঘদিন আগে এলাকাবাসীকে দেয়া কথা রাখতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পাটশাক দিয়ে ভাত খেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে রাস্তায় দাঁড়িয়ে ভাত খেয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের বন্দর উপজেলার শান্তিনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান তিনি। ওই সময় একই এলাকার কুট্টি বেগম নামে বৃদ্ধার দেয়া পাটশাক দিয়ে দুপুরের খাবার খান মেয়র আইভী।

খোঁজ নিয়ে জানা যায়, দুই বছর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১৯নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান। তখন ওই এলাকার বাসিন্দারা মেয়র আইভীকে কাছে পেয়ে খাওয়া-দাওয়া করে যাওয়ার কথা বলেন। ওই সময় মেয়র আইভী বলেছিলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে পারলে বাড়ি এসে খাওয়া-দাওয়া করে যাব।

প্রতিশ্রুতি রক্ষায় বৃহস্পতিবার বিকেলে মেয়র আইভী ওই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান। তখন এলাকাবাসী দুই বছর আগের দেয়া কথা স্মরণ করিয়ে দিয়ে মেয়র আইভীকে বলেন, ‘আপা আপনি বলেছিলেন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলে এসে খাওয়া-দাওয়া করে যাবেন। এবার তো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এবার খেয়ে যান।’

এলাকাবাসীর এমন কথায় নিজেকে আর ধরে রাখতে পারলেন না মেয়র আইভী। প্রতিশ্রুতি রক্ষায় ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা কুট্টি বেগমের দেয়া পাটশাক দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভাত খেয়ে বাড়ি ফিরেছেন মেয়র আইভী।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।