রাজবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

`মাদককে না বলুন` এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদক বিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বানিয়াবহব বজার এলাকায় মঙ্গলবার বেলা ১১টায় বানিয়াবহ ছাত্রলীগ ও সালে আহমেদ মিউজিক ক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

পরে বাজার প্রাঙ্গনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে সালেহ আহমেদ মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আওলাদ হোসেন।

মাদকের কুফল ও জেলার মাদক ব্যবসা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বানীবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান শেখ মো. গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ রাজিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম এরশাদ, বানীবহ বণিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, কাজী হেদায়েত হোসেন পরিষদ সভাপতি মো. আলম, বার্থা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী প্রমুখ।

রুবেলুর রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।