ভেঙে ফেলা হচ্ছে সেই ঝুঁকিপূর্ণ বহুতল ভবন


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

অবশেষে ভেঙে ফেলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন ‘কিবরিয়া লজ’। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে এ চিত্র। সিলেট নগরের জিন্দাবাজারের পুরানলেন ৪/এ কিবরিয়ার লজের বাসাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

গত ২৭ মে জাগোনিউজ২৪.কম এ ‘ঝুঁকিপূর্ণ ৫২ পরিবার’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হয়। পরে তারা ওই বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করলে বাসার মালিক কিছু সময় চান। পরবর্তীতে শাহজালাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল বাসাটি পর্যবেক্ষণ করে এটি ঝুঁকিপূর্ণ বলে জানান। সিটি কর্পোরেশন বাসাটি ভেঙে ফেলার উদ্যোগ নেয় বলে জানা গেছে।
jukipurno
জানা যায়, গত মে মাসে কয়েক দফা ভূমিকম্পের ফলে সিলেট নগরের জিন্দাবাজারস্থ পুরান লেনের ‘কিবরিয়া লজ’ ৪ নম্বর বাসার ৪ তলা ভবনটি হেলে যায়। হেলে যাওয়া ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ৮টি পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্যসহ আশপাশের আরো কয়েকটি ভবনের বেশকিছু পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিল। হেলে যাওয়া ভবনের খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করেন।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গত ২৮ মে ভবন মালিক শফিকুল হককে নোটিশ প্রদান করা হয়। নোটিশের পর বাসার মালিককে ২ মাস সময় দেয়া হয়। এ সময় পেরিয়ে গেলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাসাটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জাগো নিউজকে বলেন, পুরান লেনের এ বাসাটি ঝুঁকিপূর্ণ ছিল। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধিদল বাসাটি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দলের মাধ্যমে বাসাটি পুনরায় পর্যবেক্ষণের ব্যবস্থা করি। প্রতিনিধি দল বাসাটিকে ঝুঁকিপূর্ণ বলে জানালে আমরা বাসার মালিকের সঙ্গে কথা বলে ভেঙে ফেলছি।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।