রংপুরে ৯ শিবির কর্মী আটক


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

রংপুরে নাশকতার পরিকল্পনাকালে ৯ শিবির কর্মীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার ভোরে নগরীর লাকীপাড়া এলাকার এ+ ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঠাকুরগাঁও জেলার রানীশকৈল থানার পুলপাড় গ্রামের নাজির হোসেনের ছেলে আ. কুদ্দুস (১৯), গাইবান্ধার ভাজনের খামার গ্রামের আ. রহমানের ছেলে সুলতান মাহমুদ (১৮), একই জেলার পলাশবাড়ি থানার বলরামপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে মারুফ মিয়া (১৮) ও একই থানার মোস্তফাপুর গ্রামের মৃত আ. জব্বারের ছেলে হাসান উদ্দিন তাসিম মন্ডল (১৮) ও সুন্দরগঞ্জ থানার দেওডোবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (১৮)।

এছাড়া দিনাজপুর জেলার পার্বতীপুর থানার জাহানাবাদ বাজারপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে মোসাদ্দেক হোসেন (১৮),  কুড়িগ্রামের নাগেশ্বরী থানার আজাটারী নেওয়াশি গ্রামের জোনাব উদ্দিনের ছেলে আনিছুর রহমান (১৮), একই জেলার উলিপুর থানার ফকির মোহাম্মদ ছয় আনীপাড়ার নওশের আলীর ছেলে মাহফুজার রহমান (১৮) এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানার মধুপুর গ্রামের ওয়াজেদের ছেলে আরিফকে (১৮) আটক করা হয়।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওই ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।