এবার শিক্ষা খাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে : শিক্ষামন্ত্রী
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৪ জুন ২০১৯
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারের বাজেটে শিক্ষা খাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে। শুধু শিক্ষার মানোন্নয়নই নয়, অবকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রাখা হয়েছে। এ নিয়ে আমরা সন্তুষ্ট।
শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতের চেয়ে বার্ষিক বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আনুপাতিক হারে। যে কারণে শিক্ষার মানোন্নয়নে আশানুরূপভাবে কাজ করা যাবে।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাসির উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন ।
ইকরাম চৌধুরী/আরএআর/পিআর
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।