চুয়াডাঙ্গায় ৫০৮ বোতল ফেনসিডিল জব্দ


প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে ৫০৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোর ৪টার দিকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর সীমান্তের নদী পাড়ে ওৎ পেতে ছিল। এসময় ৬-৭ জন চোরাচালানীদেরকে দেখে চ্যালেঞ্জ করলে তারা চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। বস্তা তল্লাশি করে ৫০৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

সালাউদ্দিন কাজল/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।